টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। বোলাররা শুরুতে ভালো করলেও শেষ দিকে ভাল করতে পারেননি। ফলে ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।
১১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৭৫ রান। এরপর দলকে টেনে তোলেন আভিস্কা ফার্নান্দো ও চাকিমা করুনারত্নে। তাদের অবিচ্ছেদ্য ৭৩ রানের পার্টনারশিপে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠে ছাড়ে লঙ্কানরা।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার।
চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। সাইফউদ্দিনের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে ফেরানো হয়েছে। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরায় বিশ্রামে মুস্তাফিজুর রহমান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামলো বাংলাদেশ।
Leave a Reply