ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন যুবদলের বুলবুল আহম্মেদকে সভাপতি, তাজমুল হককে সাধারণ সম্পাদক ও ইমরান আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ই অক্টোবর) দুপুর ২টায় ভানোর ইউনিয়ন ভূমি অফিস মাঠে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করে৷
এ সময় বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের সভাপতি আঃ কাদের, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ ৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষেই আমাদের এ কমিটি গুলো করা ৷ সামনে সরকার পতনের আন্দোলন আসছে এই আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই অবৈধ সরকারকে বিদায় করে গণতন্ত্রের সরকার গঠন করবো ইনশা-আল্লাহ ৷ আগামীর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৷
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ৷
Leave a Reply