সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ৫১৮ জন। একই সময় মারা গেছে আরও ২ জন। মোট মৃতের সংখ্যা ৮০ জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৯ জন রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৬ রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪২ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৭৪ রোগী ভর্তি রয়েছে।
২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারায়। তবে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
Leave a Reply