চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে ঝড়বৃষ্টিতে ১৫ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে তিনজন। মঙ্গলবার (১২ অক্টোবর) প্রাদেশিক সরকার সংবাদ সম্মেলনে এ খবর জানায়।
গত ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত বৃষ্টিতে রেকর্ড বন্যা দেখা দেয়। প্রায় ৭৬টি এলাকার ১৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এক লাখ ২০ হাজার একশ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
বন্যা ও বৃষ্টিতে প্রায় দুই লাখ ৩৮ হাজার ৪৬০ হেক্টর জমির ফসল বিনষ্ট এবং ৩৭ হাজার সাতশ বাড়িঘর ধ্বংস হয়েছে।
Leave a Reply