ঢাকার কেরানীগঞ্জে একটি পূজা মন্ডপে প্রতিমায় অগ্নিসংযোগ করে হাতেনাতে ধরা খেলেন এক নারী। ওই নারীর নাম হাজেরা বেগম (৩০)।
সোমবার (১১ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের জোয়াইল দুর্গা মন্দিরে এ ঘটনাটি ঘটে।
জোয়াইল দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ধিনেশ বর্মণ বলেন, সোমবার (১১ অক্টোবর) মহাষষ্ঠী ও দেবীর বোধন। এদিন সকালে মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আটক ওই নারী মা দুর্গার বাহন সিংহের কেশরে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করি।
এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেরানীগঞ্জ শাখার সভাপতি মদন মোহন সরকার বলেন, কেরানীগঞ্জের মানুষ সব সময় সাম্প্রদায়ক সম্প্রীতির মধ্য দিয়ে বিভিন্ন উৎসব পালন করে। কিন্তু এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এটা কোন ভাবেই কামনা করিনি।
শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবউদ্দিন কবির বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply