রাজধানীর মুগদা থেকে ৭ হাজার পিচ ইয়াবা এবং একটি প্রাইভেটকারসহ ছয়জন মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো. সালমান হোসেন মিন্টু, মো. জসিম উদ্দিন, মো. সোহেল, মো. সালমান(ড্রাইভার), মো. আমির হোসেন এবং মো. হেলাল। তাদের বাড়ি কক্সবাজারে।
রোববার (১০ অক্টোবর) ৯টার দিকে মুগদা থানার গোপীবাগ বিশ্বরোড আর. কে মিশন রোডের ‘মনির মোটর গ্যারেজ’ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কয়েকজন মাদককারবারী কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় এনে বিক্রির জন্য গোপীবাগ বিশ্বরোড আর. কে মিশন রোড হোল্ডিং নং-৯৮/২ মনির মোটর গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি সিলভার রং এর প্রাইভেটকারসহ সালমান ওরফে মিন্টু, জসিম, সোহেল সালমান, আমির ও হেলাল নামের ছয়জন ব্যক্তিকে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মুগদা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply