টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার (১১ অক্টোবার) জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত চার পরিচালক। তারা হলেন-আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম ও ওবেদ নিজাম।
তবে দেশের বাইরে অবস্থানকারীরা কিনতে পারবেন এই জার্সি। আড়ংয়ের ওয়েবসাইটে গলেই অর্ডার করা যাবে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে জার্সি। ২০০৪ সালের আদলে হোম জার্সিটি তৈরি করা হয়েছে।
বাঘের আচড়ের আদলে অ্যাওয়ে জার্সি তৈরি করা হয়েছে। ১৩ অক্টোবর থেকে আড়ংয়ের সব আউটলেটে পাওয়া যাবে বাংলাদেশের অফিসিয়াল জার্সি।
বড়দের জার্সির দাম ১ হাজার ৪০০ টাকা। আর বাচ্চাদের জার্সি মিলবে ১ হাজার টাকায়।
Leave a Reply