ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে মেয়র পদে নারীসহ ৩ জন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
রোববার (১০ই অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও ৫ম ডোমার পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নিকট দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গনেশ কুমার আগরওয়ালা ও স্বতন্ত্র নারী প্রার্থী আফরোজা নাজনীন রুমী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে মোট ৯টি ওয়ার্ডে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
রির্টানিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ডোমার পৌরসভায় এবার প্রথম ইভিএমের মাধ্যমে আগামী ২রা নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। রবিবার বিকাল ৫টায় মনোনয়ন পত্র দাখিল করার শেষ সময় ছিল। এরমধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
উল্লেখ্য, ডোমার পৌরসভা নির্বাচনে ১০ই অক্টোবর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। ১১ই অক্টোবর বাছাই, ১২-১৪ই অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৬ই অক্টোবর আপিল নিষ্পত্তি, ১৭ই অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ই অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২রা নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply