বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ডহরপুর গ্রামের দুই শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) উপজেলা পরিষদের পক্ষ থেকে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
আদমদীঘি উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান রাবু, সদর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দীনসহ উপজেলা পরিষদের কর্মচারী গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার প্রাপ্তরা হলেন- শারীরিক প্রতিবন্ধী মানুষ মো. মোজাফ্ফর হোসেন (৬৮) এবং মো. আরমান হোসেন সাগর (২৮)।
Leave a Reply