1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮ হাজার ডেঙ্গু রোগী - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮ হাজার ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২২৪ জন আক্রান্ত হয়েছে। তারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ জন।

 

শনিবার (৯ অক্টোবর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭৯০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৮৩ জন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ১৯ হাজার ৯১৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮ হাজার ৮৭২ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ২০০২ সালে, সেবার ৫৮ জনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া ২০০১ সালে ৪৪ জন মারা যায়। ২০১৯ সালে ডেঙ্গু ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করলেও করোনা মাহামারি মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট