হবিগঞ্জেরর মাধবপুরে অবস্থিত বাদশা কোম্পানিতে (পাওনিয়ার ডেনিম) স্টিলের কাজ করার সময় সোহেল মিয়া(২৮) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯অক্টোবর ( শনিবার) দুপুর বেলা এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুস সামোদের ছেলে।
নিহত সোহেল মিয়ার ভাই খাইরুল মিয়া বলেন, শনিবার (৯ অক্টোবর) দুপুরে বাদশা কোম্পানির পাওনিয়ার ডেনিম কাজ করতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে আনুমানিক ৪০ ফুট উপর থেকে সোহেল পড়ে যায়। এতে সে মাথায় প্রচুর আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত সিকিৎসক অদিতি রায় সোহেলকে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুর রাজ্জাক বাংলা টাইমসকে বলেন, নিহত সোহেল মিয়ার লাশ হবিগঞ্জ জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply