দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডবে সরকারী আর্থিক অনুদান প্রদান ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হছে।
শনিবার (৯ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক পুজা মন্ডব পরিচালনা কমিটির হাতে এ অনুদানের ডিও তুলে দেন।
এ ছাড়াও প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পুজা মন্ডবে ৩ হাজার টাকা অনুদান প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সভায় সভাপতিত্ব করেন।
সভায় থানার অফিসার ইনচার্জ ফেরেদৌস ওয়াহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
উপজেলার ৭৪টি পুজা মন্ডবে সরকারী সহায়তার ৫শ কেজি করে চাল প্রদান করা হয়।
Leave a Reply