লক্ষ্মীপুরের রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে ছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে এই মামলা করেন।
শনিবার (৯ অক্টোবর) রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এর সত্যতা নিশ্চিত বলেন, শিক্ষককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এর আগে বুধবার (৬ অক্টোবর) ক্লাস চলাকালে উপজেলার হামছাদী কাজিরদিঘিরপাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ছয় ছাত্রের চুল কেটে দেয় শিক্ষক মঞ্জুরুল কবির। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
Leave a Reply