গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্মের জায়গায় তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপন না করে গাইবান্ধার ঢোলভাঙ্গায় সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) ‘সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ’-এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তারা বলেন, একসময় গাইবান্ধা জেলা প্রশাসন থেকে সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মাণের প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করে সে প্রস্তাব ধামাচাপা দেয়।
Leave a Reply