রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছিলো ৭জনের।
মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও পাবনার দুইজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা তিনজন ও পুরুষ দুইজন রয়েছেন। তাদের বয়স ৩১থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৫জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭০জন ও করোনা নেগেটিভ ২৭জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২২জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৩৮০জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪দশমিক ২১শতাংশ ও চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৫দশমিক ৭৪শতাংশ।
Leave a Reply