1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
নওয়াপাড়ায় ৩০ কেন্দ্রে ইভিএমে ভোট - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন

নওয়াপাড়ায় ৩০ কেন্দ্রে ইভিএমে ভোট

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিরুপ আবহাওয়ার কারণে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল কম। তবে এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে উৎসাহ উদ্দীপনা।

 

নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার ৬৩ হাজার ১৮৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ১৪১ জন এবং নারী ভোটার ৩২ হাজার ৪৫ জন। ৩০টি কেন্দ্রে ১৮৪টি বুথে চলছে ভোট গ্রহণ। তবে গত রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় অধিকাংশ কেন্দ্রে পানি জমে গেছে। ফলে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল কম। কষ্ট হলেও ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

 

এদিকে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, বিরুপ আবহাওয়ার মধ্যেও ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

 

বিএনপির প্রার্থীহীন এ নির্বাচনেরর নিরাপত্তা বিধানে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫শ’ পুলিশ সদস্য, তিন প্লাটুন বিজিবি সদস্য ছাড়াও র‌্যাব সদস্য ও গোয়ান্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, চলতি বছর ১১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট