পুলিশ বিভাগে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।
আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরুপ সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলমসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি আলমগীর জাহান জানান, পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোহিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।
Leave a Reply