কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় জয়পুরহাট পৌরসভা এলাকায় ২০১৯-২০২০ অর্থ বছরের উপকারভোগী মা ও শিশু’র স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের নিমিত্তে ৩ দিনব্যাপী হেল্থ ক্যাম্প শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পৌরসভা হলরুমে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সাবিনা সুলতানা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি।
এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ৩দিন ব্যাপী পৌর এলাকার ১৪০০ জন ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হবে।
Leave a Reply