মহামারী করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ মে ২২ জন মারা গিয়েছিল।
গত রোববারের চেয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) ১৭ জন কম মারা গেছে। রোববার মারা যায় ৪৩ জন। সোমবার মৃতদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ২৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। দেশে এ পর্যন্ত ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৩ শতাংশ।
Leave a Reply