1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
টরেন্টোতে 'রূপসা নদীর বাঁকে' - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন

টরেন্টোতে ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কানাডার টরেন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ২৩শে থেকে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটি। ৪র্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবটিতে কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট তিনশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে যাঁকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে।

এর চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। সম্পাদনা রয়েছেন মহাদেব শী, শিল্পনির্দেশনা উত্তম গুহ। এছাড়া আবহসঙ্গীত রয়েছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং পোষাক ও প্রপ্স চিত্রলেখা গুহ।

 

এতে সহকারী পরিচালক হিসেবে রয়েছেন সৈয়দ সাবাব আলী আরজু, রানা মাসুদ, সগীর মোস্তফা। চিত্রনাট্য ও পরিচালনায় তানভীর মোকাম্মেল।

 

“রূপসা নদীর বাঁকে” ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট