1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
আনোয়ারায় দুই গরু চোর গ্রেফতার, মূল হোতা পলাতক - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন

আনোয়ারায় দুই গরু চোর গ্রেফতার, মূল হোতা পলাতক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয়দের সহায়তায় একটি চোরাই গরুসহ দুই‌ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হল পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মোঃ বেলাল হোসাইন বিন ইউসুফের ছেলে মোঃ মামুন (২২), একই ইউনিয়নের হিলচিয়া (ফরিদ মিয়ার নতুন বাড়ি)র ফরিদুল আলমের ছেলে মোঃ শওকত হোসেন (২৪)।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত হারুনের ছেলে মোঃ দিদার(৩২) এর নির্দেশনায় এই চুরির কাজ করে বলে জানায় তাঁরা। এর পর থেকে পলাতক রয়েছেন মোঃ দিদার।

 

এ ঘটনায় মো: ফরহাদ বাদী হয়ে পলাতক আসামি দিদার ও গ্রেফতারকৃত আসামীরা সহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

আনোয়ারা থানার ওসি(তদন্ত) সৈয়দ ওমর জানান, এসআই জাহাঙ্গীর আল আমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে । দিদার নামে একজন পলাতক রয়েছেন।
আজ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট