পেঁয়াজের মূল্য ক্রেতাদের হাতের নাগালে রাখতে রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বরাদ্দ থাকবে। প্রতিকেজি ৩০ টাকা।
জনপ্রতি সর্বোচ্চ দুই কেজি বিক্রি করা হবে। পাশাপাশি চিনি ও ডাল বিক্রি আগের মতো চলবে।
এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা রাখা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ বরাদ্দ করা হবে।
টিসিবির দেওয়া দৈনিক বাজারদর অনুযায়ী, শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়।
রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের প্রতি কেজির পাইকারি দর দেখা গেছে ৩৭ থেকে ৪০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৩৬ টাকা করে বিক্রি হয়েছে।
Leave a Reply