1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সুন্দরগঞ্জে হত্যার অভিযোগে বাবা ও মেয়ে গ্রেফতার - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে হত্যার অভিযোগে বাবা ও মেয়ে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বাসরোধ করে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, উপজেলার চরখোর্দ্দা গ্রামের নৃপেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায়ের সাথে একই জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায় ভুটুর মেয়ে স্মৃতি রানীর বছর খানেক আগে বিয়ে হয়।

 

বিয়ের পর থেকেই তাদের পারিবারিক ঝগড়া চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনেরমতো স্বামী-স্ত্রী ঘুমিয়ে পরে। পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে স্মৃতি রানী তার শাশুড়িকে জানায় সুজন কথা বলছে না। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখতে পায় সুজন মারা গেছে। এসময় পরিবারের লোকজন স্মৃতি রানীকে আটক করে থানায় খবর দেন। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ি পরে রাতে স্মৃতির বাবা কৃষ্ণ চন্দ্র রায় ভুটুকে গ্রেফতার করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য সুজনের লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করেছেন। গ্রেফতার কন্যা ও পিতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় সুজনের বাবা নৃপেন চন্দ্র বাদী হয়ে শনিবার ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট