গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বাসরোধ করে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার চরখোর্দ্দা গ্রামের নৃপেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায়ের সাথে একই জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায় ভুটুর মেয়ে স্মৃতি রানীর বছর খানেক আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের পারিবারিক ঝগড়া চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনেরমতো স্বামী-স্ত্রী ঘুমিয়ে পরে। পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে স্মৃতি রানী তার শাশুড়িকে জানায় সুজন কথা বলছে না। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখতে পায় সুজন মারা গেছে। এসময় পরিবারের লোকজন স্মৃতি রানীকে আটক করে থানায় খবর দেন। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ি পরে রাতে স্মৃতির বাবা কৃষ্ণ চন্দ্র রায় ভুটুকে গ্রেফতার করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য সুজনের লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করেছেন। গ্রেফতার কন্যা ও পিতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় সুজনের বাবা নৃপেন চন্দ্র বাদী হয়ে শনিবার ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply