একটি বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া, পুকুরের পানিতে হাঁস ছেড়ে দিয়ে সেই হাঁসকে ধরতে পানিতে লাফালাফি এবং শোল মাছ ধরতে কাঁদার মাঝে ছুটাছুটি- মানুষকে বড্ড হাসায়। এমনই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে নীলফামারীর ডোমারের চেয়ারম্যানপাড়া যুব সমাজ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ডোমারের পশ্চিম চিকনমাটি চেয়ারম্যানপাড়ার এশিয়ান হাইওয়ে সংলগ্ন পুকুরে আয়োজিত হাঁস, বাঁশ ও মাছ ধরা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সদর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রবিয়াল ইসলাম, ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা মো. আবুল কাশেম, ডোমার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন রিমুন প্রমুখ।
ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতা দেখতে আশেপাশের অগণিত দর্শক ছুটে এসেছেন সামান্য বিনোদনের জন্য। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এমন খেলাধুলা বারবার আয়োজনের দাবী জানান দর্শকেরা।
Leave a Reply