চট্টগ্রামে বিভিন্ন ব্যাংক থেকে শত কোটি টাকা ঋণ ‘আত্মসাত’ করে বিলাসী জীবন যাপন করছেন ব্যবসায়ী হোসাইন হায়দার আলী (৫০)। দীর্ঘ দশ বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানান চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।
ওসি জানান, জুবিলি রোডে মেসার্স জুবলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ছিল হায়দার আলীর। তিনি পণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন। সেই টাকা আত্মসাত করে তিনি আত্মগোপনে যান।
তিনি আরও জানান, হোসাইন হায়দার আলীকে গ্রেফতারের মাধ্যমে কোতোয়ালি থানায় ১০টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। হোসাইন হায়দার আলী চট্টগ্রামের কোতোয়ালি থানার লাভ লেইন আবেদীন কলোনি এলাকার মৃত হায়দার আলী জিওয়ানীর ছেলে।
মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, হোসাইন হায়দার আলী যমুনা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন চলে যান। ঋণ পরিশোধ না করায় আদালতে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা করা হয়। ১০টি মামলার বিচার শেষে আদালত বিভিন্ন মামলায় তাকে প্রায় ১০০ কোটি টাকার অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শনিবার গ্রেপ্তার হোসাইন হায়দার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি নেজাম উদ্দিন জানান।
Leave a Reply