1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মোরেলগঞ্জে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

মোরেলগঞ্জে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী ২০ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ পর্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ছে সংঘাত সহিংসতা। আওয়ামী লীগের দলীয় এক প্রার্থী ও দুই বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তেলিগাতী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এদিন বিকেলে বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

তেলিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোরশেদা আকতার জানান, শুক্রবার দুপুর ২টার দিকে হেড়মা বাজার এলাকায় থাকা নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা করে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা।

 

এদিকে, বহরবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদার ও হোগলাবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামীম আহসান পলাশের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রার্থীরা দাবি করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট