রাজধানীর পল্লবীতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ চার মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার সেকশন-১২ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. রানা হোসেন ও আফিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, অপর এক অভিযানে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. মাহিদুল ইসলাম ওরফে সৈকত ও মো. রিফাত খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় পৃথক মামলা রুজু হয়েছে।
Leave a Reply