1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
দারুস সালামে ভুয়া পুলিশ ইন্সপেক্টর গ্রেফতার - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

দারুস সালামে ভুয়া পুলিশ ইন্সপেক্টর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতের নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভি। তার বাড়ি ঢাকার সাভারে।

 

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটর আরোহীকে থামার সিগন্যাল দেওয়া হয়। চালক মোটর বাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।

 

তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত SPECIAL DITION CB HORNET-160R মোটর বাইকটি। উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট একটি POCO মোবাইল সেট।

 

দারুস সালাম থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট