1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
তেল ও চিনির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

তেল ও চিনির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে সয়াবিন তেল ও চিনির দাম বেড়েছে। তবে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে।

 

এ সময় তিনি আরও জানান, ভারত থেকে আমদানী ও রপ্তানী বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ভারতে মাছ রপ্তানী করার পরিকল্পনা গ্রহণের কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কিন্তু আলুর দাম কমে গেছে। কৃষকরাও তেমন দাম পাবে না। সব খানে আলুর দাম কম। তবে আমরা ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি। আমাদের পরিস্থিতি বুঝতে হবে। ভোক্তা অধিকারসহ ব্যবসায়ী সংগঠন সবাইকে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

 

এর আগে টাউন হল মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা সম্বলিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। রংপুর মহানগরের ৭২ জন মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত মুক্তিযুদ্ধের কথা বইটিতে তুলে ধরা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট