ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের চালান। এ নিয়ে প্রতিষ্ঠানটি ২ কোটি ৪৯ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকা এসে পৌঁছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেয়।
চলতি বছর ৭ ফেব্রুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকার মাধ্যমে দেশে গণটিকা কার্যক্রম শুরু হলেও বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম টিকার উপর নির্ভর করেই চলছে সে কার্যক্রম।
Leave a Reply