1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ঘুরতে বেরিয়ে লাশ হলেন দুই বন্ধু - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন

ঘুরতে বেরিয়ে লাশ হলেন দুই বন্ধু

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া থেকে ঘুরতে বেরিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও শুভপুর ইউনিয়নের উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)। আজ শনিবার সকালে জানাজা শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের খান সিটি সেন্টারের সামনে একটি কার্ভাডভ্যান আরিফ ও সাইফুলকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পাশের কমপোর্ট হাসপাতালে নেওয়া হলে আরিফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট