1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে' - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন

‘গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে’

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারও গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

 

শনিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

তিনি বলেন, রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নিজেদের ঘরে গণতন্ত্রের চর্চা নেই। কিভাবে সরকারকে ঠেকাবে এবং দেশে জঙ্গিবাদকে উষ্কে দেবে সেই নীলনকশা করতে দফায় দফায় বৈঠক করছে।

 

আগাম নির্বাচন বা দলের আগাম সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।

 

করোনাকালে যে সকল শাখার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসবে দ্রুত সম্মেলন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলকে আরো আধুনিক, সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে হবে। আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ভুঁইফোড় সংগঠনের কোন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের অতিথি না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট