চট্টগ্রামের আনোয়ারায় ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ খুলনার চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-খুলনা জেলার কুয়েট থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মোঃ মাসুদ রানা (২৮), মোঃ রিয়াজ হাওলাদার (২৩), মৃত বাবুল মোল্লার ছেলে সাজু মোল্লা (২৪), মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর বলেন, খুলনা জেলার কুয়েট থানার ৪ যুবককে বরুমচড়া রাস্তার মাথা থেকে আটক করা হয়েছে। তারা নগরীর বন্দর থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। পরে গ্রেফতারকৃত আসামীদের মাদক মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply