করোনা রোধে স্বাস্থ্যবিধি না মানলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টুইট বার্তায় জানানো হয়, সামাজিক দূরত্ব ও জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপার মতো বিধিনিষেধ না মানলে তা সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘন বলে গণ্য হবে। যারা প্রথমবার এই নিয়ম ভাঙবে, তাদের এক হাজার রিয়াল জরিমানা গুণতে হবে। একই অপরাধ আবার করলে জরিমানা বাড়বে। এমনকি তা হতে পারে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত।
এছাড়া ১ আগস্ট থেকে সৌদি আরবে সকল সরকারি ও বেসরকারি অফিস, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্রসহ গণপরিবহনে মানুষের যাতায়াত সীমিত করেছে সরকার।
Leave a Reply