আইপিএলের চতুর্দশ আসরের দ্বিতীয় পর্বে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টিন শেষ করে সাকিব শুরু করেছেন অনুশীলনও।
রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে আইপিএলের অসমাপ্ত অংশের খেলা। আইপিএলে অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন সাকিব। এরপর তিনি ছিলেন কোয়ারেন্টিনে।
কোয়ারেন্টিন শেষ করে শনিবার (১৮ সেপ্টেম্বর) দলের অনুশীলনে যোগ দেন সাকিব। সাকিব দলের সাথে যোগ দেওয়ায় কলকাতার স্কোয়াড পূর্ণ হল। সাকিবের আগেই দলের বাকি ক্রিকেটাররা কোয়ারেন্টিন শেষ করেন।
এবারের আইপিএলে সাকিব অবশ্য একাদশে নিয়মিত নন। পুরনো দলে ফিরলেও টিম কম্বিনেশনের কারণে বেশিরভাগ ম্যাচে থাকতে হচ্ছে একাদশের বাইরে। তবে আইপিএলে খেলা আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচেই।
সাকিব এবং মুস্তাফিজ আইপিএল শেষ করার পরই আরব আমিরাত ও ওমানে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আইপিএল শেষে তারা সেখানেই বাংলাদেশ দলের সাথে অনুশীলনে যোগ দেবেন।
Leave a Reply