ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আবারও হাসপাতালে ভর্তি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। খবর রয়টার্সের।
চলতি মাসের শুরুতে পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। সব কিছু ঠিক ঠাক থাকায় গত ৭ দিন আগে হাসাপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনবারের বিশ্বকাপ জয়ী ৮০ বছর বয়সী এই তারকাকে হাসপাতালে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে।
পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৭৭টি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
Leave a Reply