বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেকে দুই মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিরগিজস্তান সফরে দলের বাজে পারফরম্যান্সের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তার জায়গায় স্থান পাচ্ছেন বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোন। আসন্ন সাফে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন এই স্প্যানিশ কোচ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল টিমস কমিটির (এনটিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাফুফে-এর সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে ডে’কে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। ব্রুজোনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নেন জেমি। তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তবে সাম্প্রতিককালে জেমির কাজে সন্তুষ্ট হতে পারছিল না বাফুফে। তার সঙ্গে চুক্তির শেষ হতে বাকি আরও এক বছর।
Leave a Reply