রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ চারজন মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ইব্রাহিম, নূর মোহাম্মদ, ফাতেমা ও কলিমা। এসময় তাদের হেফাজত থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা রাজধানীতে নিয়ে আসতে ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
Leave a Reply