1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মৃত্যুর ৫ বছর পর ‘ছাড়পত্র’ পেল দিতির সিনেমা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন

মৃত্যুর ৫ বছর পর ‘ছাড়পত্র’ পেল দিতির সিনেমা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢালিউডের নায়িকা পারভিন সুলতানা দিতি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সঙ্গেই যুক্ত ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ লাখো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান তিনি।

 

মৃত্যুর আগে একটি ছবিতে অভিনয় করেছিলেন দিতি। কিন্তু এতো দিনেও ছাড়পত্র পেয়েছিল না ছবিটি। অবশেষে দিতির মৃত্যুর ৫ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’। ছবিটির পরিচালক ছিলেন এফ আই মানিক।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

 

জায়েদ খান বলেন, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমার কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে।

 

তিনি বলেন, দিতি অভিনীত ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি প্রায় ১০ বছর আগে শুটিং শুরু হয়েছিল। এত বছর পর সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।

 

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পা রাখেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। দিতির শেষ ছবি ‘এ দেশ তোমার আমার’।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট