দিনাজপুর সদর এবং বিরলে তিনটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, নাশকতা তৎপরতা চালাতে বিভিন্ন জেলা থেকে তারা তাবলিক জামাতের পরিচয়ে দিনাজপুরের শহর এবং আশপাশের কয়েকটি মসজিদে আশ্রয় নিয়েছিল।
সূত্র মতে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বহর নিয়ে সাঁড়াশি অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। আধাঘণ্টা পরে সাড়ে ১১টার দিকে জেলা সদরের শহরতলী শেখপুরা ইউনিয়নের বাইতুল ফালাহ জামে মসজিদ এবং পার্শ্ববর্তী মোধ্যাপাড়া জামে মসজিদ ঘিরে ফেলে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। এ সময় দুই মসজিদ থেকে ২০ জনকে আটক করেন তারা।
মসজিদ কমিটির নেতারা জানান, তাবলিক জামাতের সদস্য পরিচয়ে রাত যাপনের জন্য মসজিদে আশ্রয় চাওয়ায় অনুমতি দিয়েছিলে তারা। আশ্রিতদের নাম পরিচয় সম্পর্কে কিছু জানা নেই তাদের।
এদিকে প্রায় একই সময়ে বিরল উপজেলার বাজার মসজিদে অভিযান চালিয়ে আরও ১৭জনকে আটক করেছে পুলিশের আরেকটি অভিযানিক দল। এছাড়াও বোচাগঞ্জ উপজেলায় পুরাতন মসজিদে পৃথক অভিযানে আটক করা হয়েছে আরও ৮ জনকে ।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার আব্দুল মান্নান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান এখনও চলছে।
Leave a Reply