আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও নেই আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানেই রয়েছে বেলজিয়াম এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
নতুন র্যাঙ্কিংয়ে ফ্রান্সকে পেছনে ফেলে তিন উঠে এসেছে ইংল্যান্ড। ফ্রান্স চারে ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি রয়েছে পাঁচে। কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার অবস্থান ছয়ে।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে আরও একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে মোট ২১০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯ নম্বরে। পিছিয়েছে প্রতিবেশি দেশ ভারতও। ১০৫ নম্বর থেকে তারা নেমে গেছে ১০৭ নম্বরে।
Leave a Reply