জঙ্গিগোষ্ঠী আইএস এর প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবি ফরাসি সেনাদের হাতে নিহত হয়েছেন বলে দাবী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
২০১৫ সালে আইএস এর সাহারা শাখা- আই.এস.জি.এস প্রতিষ্ঠা করেছিলেন আবু ওয়ালিদ।
বিবিসি জানায়, এ গোষ্ঠীর বিরুদ্ধে ২০২০ সালে ফরাসি ত্রাণকর্মীদের হত্যা করার অভিযোগ রয়েছে। আবু ওয়ালিদের মৃত্যুকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বড় সাফল্য হিসেবে অভিহিত করলেও কোথায়, কখন অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট ম্যাক্রো।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ফ্রান্সের অপারেশন বারখান ফোর্সের বিমান হামলায় নিহত হয়েছেন আবু ওয়ালিদ।
ফ্রান্সের এই বাহিনী সাহেল অঞ্চলে বিশেষ করে মালি, নাইজার, শাদ এবং বুরকিনা ফাসোতে আইএস এর বিরুদ্ধে লড়াই করছে।
Leave a Reply