পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের তিন সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে বড় ভাই হায়দার আলী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোটথানার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ছোট ভাই দুলু বিশ্বাস, স্ত্রী মুক্তি খাতুন এবং তাদের ছেলে রকিকে প্রতিবেশিরা উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল ও নির্যাতিত পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ঝামেলার অবসান ঘটাতে সকালে আলাদাভাবে সংসার পাতাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ ঘটনার এক পর্যায়ে বড় ভাই হায়দার আলী রাগান্বিত হয়ে লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাইয়ের পরিবারের উপর হামল করে। এ সময় মারাত্মক ভাবে জখম হয় দুলু বিশ্বাস, মুক্তি এবং তাদের ছোট ছেলে রকি। এ ঘটনায় নির্যাতিত পরিবার থানায় মামলা করবে বলে জানায় এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন।
Leave a Reply