জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আগামী ২৫ সেপ্টেম্বরের সম্মেলন সফল করতে এবং দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে শহর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর শহর আওয়ামী লীগ আয়োজনে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আ: কাদের শেখ। তিনি আগামী ২৫ সেপ্টেম্বর সম্মেলন কে সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।
শহর আওয়ামী লীগ সভাপতি অংকন কর্মকারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মায়নুল হক সাকি প্রমূখ বক্তব্য রাখেন।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় এতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক বক্তব্য রাখেন। সভায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Leave a Reply