1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
শেষ মহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন

শেষ মহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণার পর শেষ মর্হুতের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) ভোটের দিন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

 

উপ-নির্বাচনকে ঘিরে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও আলোচনায় রয়েছেন ৩ জন। প্রার্থীদের মধ্যে জাহিদ আনোয়ার পলাশ প্রতিদ্বন্দীতা করছেন নলকুপ প্রতীকে, সোহেল রানা সাদ্দাম মাইক মার্কা, নুরুজ্জামান আজাদ জামান চশমা ও মো. আব্দুল মোনায়েম তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এরই মধ্যে তাঁরা ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ সম্পন্ন করছেন। নিয়মিত গণসংযোগ, পথসভা, মতবিনিময় ছাড়াও নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন।
ভোটারদের ২০ সেপ্টেম্বর নির্বাচনের দিন ভোট দেওয়ার অনুরোধ করছেন তাঁরা।

 

উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪৭ হাজার ৯০২ জন পুরুষ, ৫০ হাজার ৭২৩ জন মহিলা ভোটার ৪৫ টি ভোট কেন্দ্রের ২৬৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রদান করবেন।

 

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগেরই তিন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দীতার হিসেব গুনছে ভোটাররা। নিয়মিত গণসংযোগ, পথসভায় নলকুপ প্রতীকের জাহিদ আনোয়ার পলাশ ও মাইক মার্কা প্রতীকে সোহেল রানা সাদ্দাম ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেললেও চশমা প্রতীকে নুরুজ্জামান আজাদ জামানও পিছিয়ে নেই।

 

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারী চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভাইস চেয়ারম্যানের আসনটি শুন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল মোতাবেক ভোট গ্রহণ করার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ভোট স্থগিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট