করোনা ভাইরাস বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৪৬ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। এই সময়ে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখ। এতে মোট আক্রান্ত ২২ কোটি ৭২ লাখের ওপর।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে আবারও ২ হাজারের ওপর দৈনিক প্রাণহানি। ১ লাখ ৫৬ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিতের সংখ্যা।
এর আগে বুধবার মেক্সিকোয় মারা গেছে ১ হাজার ৪৬ জন। ব্রাজিল ও রাশিয়ায় প্রাণহানি ৮শ’য়ের কাছাকাছি। এদিন সাড়ে ৪শ’ মৃত্যু দেখেছে ইরান। ৫৩২ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে ভারতে।
Leave a Reply