জয়পুরহাটে জেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এইচ পি ডি ও এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নারীপক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসরাত ফারজানা। এইচ পি ডি ও এর সভানেত্রী মাহবুবা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা, মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, এস আই বেলাল হোসেন, সংস্থার নির্বাহী পরিচালক মোসলেমা বেগম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, নিকাহ-বিবাহ রেজিষ্টার, হিন্দু-বিবাহ রেজিষ্টার, গণ মাধ্যম কর্মী, নারী নেত্রী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৩০ জন অংশগ্রহন করেন।
Leave a Reply