1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ঢালাইয়ের সময় ধ্বসে পড়ল ব্রিজ - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন

ঢালাইয়ের সময় ধ্বসে পড়ল ব্রিজ

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢালাইয়ের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্মানাধীন একটি গার্ডার ব্রিজ ধ্বসে খালের মধ্যে পড়ে গেছে। ব্রিজের সেন্টারিং সরে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুই শ্রমিক আহত হয়।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালের উপর নির্মানাধীন ২৩ মিটার দীর্ঘ ব্রিজটি ধ্বসে পড়ে। নদমূলা ৪ ও ৬ নং ওয়র্ডের খালে উপর এ সেতুটি নির্মাণ হচ্ছে।

 

নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. সওগাত হোসেন জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে নির্মানাধীন ব্রিজটির নিচে দেয়া বল্লা সরে গেলে ব্রিজটি ধ্বসে পড়ে। এতে সেখানে থাকা তিন শ্রমিক আহত হয়েছে। পরে পানি মেরে ঢালাই ধুয়ে ফেলা হয়।

 

নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জানান, ব্রিজটির সেন্টারিং এর কাঠ কোন কারণে সরে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে।

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ^াস জানান, দূর্ঘটনাস্থল থেকে লাফিয়ে সরে যাওয়ার সময় দুই শ্রমিক সামান্য আহত হয়েছে।

 

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম জানান, বর্তমানে তিনি একটি প্রশিক্ষণে আছেন। তবে ব্রিজটি ধ্বসে পড়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট