1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ডেঙ্গু রোগী ১৫ হাজার ছাড়ালো - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

ডেঙ্গু রোগী ১৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৪ জন আক্রান্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন।

 

এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৭ ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ২০০ জন ভর্তি রয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়, চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৬১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩৪ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৯ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৩ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট