1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
করোনা শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

করোনা শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি শুরুর পর এটিই প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বেন তিনি।

 

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে যাত্রা বিরতি করবেন। তারপর নিউইয়র্কে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

 

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী – শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন তিনি। সেখানে ১৯-২৪ সেপ্টেম্বর অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

 

নিউ ইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। আসার সময়ও ফিনল্যান্ডে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

 

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে প্রায় দুই বছর পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেওয়া যায়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট